আগের দিনের ১৪২ জনের বিপরীতে মঙ্গলবার ইতালিতে করোনায় ২০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নতুন সংক্রমণের দৈনিক সংখ্যা ৩০ হাজার ৮১০ থেকে বেড়ে ৭৮ হাজার ৩১৩ হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে ইতালিতে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এ পর্যন্ত করোনায় ১ লাখ ৩৬ হাজার ৯৫৫ জনের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে। যা ব্রিটেনের পরে ইউরোপে দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বে নবম সর্বোচ্চ। দেশটি আজ পর্যন্ত ৫.৭৬ মিলিয়ন করোনা শনাক্ত হয়েছে।
দেশটিতে করোনায় আক্রান্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা (নিবিড় পরিচর্যা বাদে) মঙ্গলবার ১০ হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে। যা একদিন আগে ছিলো ৯ হাজার ৭২৩। নিবিড় পরিচর্যা ইউনিটে নতুন ভর্তি হয়েছে ১১৯ জন। যা সোমবার ছিল ১০০। এ নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর মোট সংখ্যা আগের ১ হাজার ১২৬ থেকে বেড়ে ১ হাজার ১৪৫ জন হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দিনের তুলনায় প্রায় ১.০৩ মিলিয়ন নমুনা পরীক্ষা করা হয়েছে।