নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালের সদর রোডে বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে করে মহানগর বিএনপি। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ সমাবেশের আয়োজন করা হয়।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, বরিশাল আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং বিএনপি নেতা নুরুল আলম ফরিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালের নিশিরাতে ভোট করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন আর মানুষ ভোট দিতে চায় না। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের এখন একটাই দাবি এ অবৈধ সরকারের পতন ঘটানো।
সমাবেশে বিএনপি কর্মীরা কালো পতাকা প্রদর্শন করে বিক্ষোভ করেন।