বিদায় নিচ্ছে ২০২১। আসছে নতুন বছর।
হাসি-কান্না, আনন্দ-বেদনায় জীবন থেকে চলে যাচ্ছে আরও একটি বছর। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সবাই অপেক্ষায় থাকবে নতুন বছরের নতুন সকালের। সূর্যটাও যেন আকাশ রক্তিম করে বিদায় নিচ্ছে ২০২১ থেকে। বছরের শেষ বিকেলে দেশের বিভিন্ন স্থান থেকে শেষ সূর্যাস্তের নানা রঙ তুলে ধরেছেন বাংলানিউজের আলোকচিত্রীরা।