বরিশাল: বরিশালে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বাসযাত্রী নিহত এবং ১২ জন আহত হয়েছেন। রোববার (২ জানুয়ারি) বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশায় এই ঘটনা ঘটেছে।
জানা গেছে রোববার দুপুরে পটুয়াখালীর বাউফল থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ওই যাত্রীবাহী বাস বাকেরগঞ্জের লক্ষ্মীপাশা এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটির রাস্তার পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে আঘাত লাগে। এতে রনজিৎ দাস নামে এক বাসযাত্রী নিহত ও ১২ জন আহত হন।
তাদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল এ তথ্য জানিয়েছেন।