লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারিরীক অবস্থার কোনো উন্নতি হয়নি। রক্তক্ষরণের উৎস খুঁজতে ক্যাপসুল এন্ডোস্কপি করেছেন চিকিৎসকরা। টানা অসুস্থতায় তিনি অবসাদে ভুগছেন। এসব কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এভারকেয়ার হাসপাতালে ৫ মাস ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ পর্যন্ত ৫ বার বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। প্রতিবারই তিনি মারাত্মক মৃত্যুঝুঁকিতে ছিলেন। আবারো বড় ধরনের রক্তক্ষরণের ঝুঁকি এড়াতে তাকে ইনজেকশন দেয়া হচ্ছে। শরীর খুব দুর্বল হয়ে পরায় কথা বলতে কষ্ট হচ্ছে।
বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়ার রক্তক্ষরণের কারণ জানতে পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে, অত্যাধুনিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তুলতে বিদেশে নেয়ার বিকল্প নেই।
শারিরীক নানা জটিলতার সঙ্গে লড়াই করতে গিয়ে বিএনপি প্রধানের মনোবল আগের চেয়ে কমে গেছেও বলে জানান বিএনপি মহাসচিব।
৭৬ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী বুহ বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকরা।