কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে ধর্ষণের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। সোমবার আইনজীবী আব্দুল্লাহ আল হারুন এই রিট দায়ের করেন।
রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের সিইও, কক্সবাজারের ডেপুটি পুলিশ কমিশনারসহ ছয়জনকে বিবাদি করা হয়েছে।
ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, গত ২২ ডিসেম্বর রাতে প্রধান আসামি আশিকের নেতৃত্বে তিনজন প্রথমে ঝুপড়ি চায়ের দোকানে নিয়ে ঐ নারীকে নির্যাতন করেন। এরপর তার স্বামী ও আট মাসের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে কলাতলীর জিয়া গেস্ট হাউজে নিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করা হয়।
২৩ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর স্বামী। মামলায় চার জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিকসহ মোট পাঁচজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়।
এজাহারভুক্ত আসামিদের মধ্যে বাহারছড়া এলাকার মো. শফিউদ্দিন শফির ছেলে ইসরাফিল হুদা জয় এবং আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান বাবু এখনও গ্রেপ্তার হননি।