দিনাজপুর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগ।থেকে এক নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নবজাতকটিকে উদ্ধার করা যায়নি।
চুরি হওয়া নবজাতক দিনাজপুরের চিরিরবন্দর থানার মাহাদানি গ্রামের আব্দুল লতিফ এবং জাহেদা বেগমের মেয়ে।
জাহেদা বেগমের ছোট ভাই এরশাদ আলী জানান, তার বোন জাহেদা গতকাল রোববার সন্ধ্যায় দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। আজ সকাল ৮ টা ৪৫ মিনিটে তিনি একটি কন্যাশিশুর জন্ম দেন। দুপুরের পর জাহেদা তার বোন হাজেরার কাছে নবজাতককে রেখে টয়লেটে যান। এ সময় অপরিচিত এক নারী হাজেরাকে নবজাতককে তার কাছে রেখে বোনকে সাহায্য করার পরামর্শ দেন। নারীকে বিশ্বাস করে হাজেরা তার কাছে নবজাতক রেখে বোনকে সাহায্য করতে যান।
তারা ফিরে এসে দেখেন ওই নারী নবজাতককে নিয়ে উধাও হয়ে গেছেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় কোতয়ালী থানা পুলিশ হাসপাতালে গিয়ে চুরি যাওয়া নবজাতককে উদ্ধারে কাজ শুরু করে। দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, `এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সিসিটিভি ফুটেজ দেখে নবজাতককে উদ্ধারের চেষ্টা করছি আমরা।’