ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৭৮ টাকা।
এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি ৫৪ টাকা ৯৪ পয়সা।
আজ সোমবার সকালে এ ঘোষণা দেয় বিইআরসি। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
গত বছর টানা পাঁচবার এলপিজির দাম বাড়ে। সবশেষ ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ এক হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি। যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে এক হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।