২০১৪ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটারশূন্য নির্বাচন’ আখ্যা দিয়ে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এজন্য আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগরসহ দেশের জেলা সদরে প্রতিবাদী এ কর্মসূচি পালন করবে বিএনপি।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটারশূন্য নির্বাচন করেছে আওয়ামী সরকার। সেখানে ভোটারদের উপস্থিতি ছিল না। বিরোধীদলসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল সে নির্বাচন প্রত্যাখ্যান করেছিল, বর্জন করেছিল। অথচ এ সরকার গায়ের জোরে, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব না দিয়ে একতরফা নির্বাচন করেছে। এটি সম্পূর্ণরূপে গণতন্ত্রকে হত্যা করা।’
বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার কসাইয়ে পরিণত হয়েছে। এটা এখন থেকে নয়, আরও অনেক দিন আগে থেকেই। তাই, আগামীকাল ৫ জানুয়ারি ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা সদরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’
রিজভী বলেন, ‘ঢাকায় এ কর্মসূচি বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ কর্মসূচিটির আয়োজন করবে।’