অস্ট্রেলিয়ার যুব ক্রিকেট দলের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন দলটির এক সাবেক খেলোয়াড়।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের সাথে এক সাক্ষাৎকারে জেমি মিচেল নামে ওই ক্রিকেটার দাবি করেছেন, ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা ট্যুর চলাকালীন দলের চিকিৎসক তাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করার পর দলের এক সিনিয়র কর্মকর্তা তাকে ধর্ষণ করেন।
তখন মিচেলের বয়স ছিল ১৮ বছর। সাক্ষাৎকারে তিনি বলেন, ট্যুরের শেষ রাতে অসুস্থ বোধ করায় তিনি দলের চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তার শরীরে চেতনানাশক পুশ করেন, যার পর তিনি অন্তত ১০ ঘণ্টার জন্য অজ্ঞান ছিলেন।
সে রাতে দলের সতীর্থদের তার কক্ষে যেতে নিষেধ করা হয়। ওই সময়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরের কয়েকদিন তিনি এক প্রকার ঘোরের মধ্যে ছিলেন বলে জানান তিনি। সে সময়ের কোন স্মৃতিই তার নেই। বাড়ি ফেরার ফ্লাইট ধরার আগে তার সতীর্থরা তাকে গোসল করিয়ে কাপড় পড়িয়ে দেন বলে পরে তাকে জানান। দেশে ফেরার পর হুইলচেয়ারে করে তাকে এয়ারপোর্ট থেকে বাসায় নিয়ে যাওয়া হয়।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, তার পরিবারের সদস্য ও বন্ধুরা তার ওই রাতের কিছু কিছু স্মৃতির কথা জানেন, যা তারা নিশ্চিত করেছেন।
এমনকি, অভিযুক্ত ওই কর্মকর্তার ‘অদ্ভুত’ আচরণ ও টিম হোটেলে বিদেশি শিশুদের আনার কথাও স্বীকার করেছেন দলের কয়েকজন খেলোয়াড়।
মিচেলের এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, তদন্তের ব্যাপারে পুলিশকে সবরকম সহায়তা করছে তারা।
ঘটনার ব্যাপারে বোর্ড যা যা জানে তা প্রকাশ করার দাবি জানিয়েছেন মিচেল।