গাজীপুরের সালনায় একটি ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় ৫ ঘণ্টা পর।
দক্ষিণ সালনা মন্ত্রীবাড়ি রোড কাটিং এজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি গোডাউনে এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ জানায়, সোমবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে গোডাউনে আগুনের সূত্রপাত। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো গুদামে।
খবর পেয়ে গাজীপুর থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও দুটি ইউনিট। মোট ৫টি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কী কারণে আগুন লেগেছে এবং ক্ষতির পরিমাণ কত, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি