বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা কলেজ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের সামনে বসাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য মীমাংসা করতে গেলে তিনিও আঘাতপ্রাপ্ত হন। পরে সভাপতি আল নাহিয়ান জয়ও আঘাতপ্রাপ্ত হন। পরে তারা চিকিৎসা নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।
এদিকে সংঘর্ষের একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে গাড়িতে করে স্থান ত্যাগ করেন। তবে খুব বেশি আঘাত পাননি জয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলার নিচে আগে এসে অবস্থান নেয় ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে সেখানে মিছিল নিয়ে জসীমউদ্দীন হল ছাত্রলীগের নেতা-কর্মীরা আসেন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মারামারি থামাতে মঞ্চ থেকে বটতলার নিচে যান সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। পরে হাতাহাতি মারামারিতে পরিণত নয়।
ইট, চেয়ার, বাঁশ ছোড়াছুড়ি হয়। এতে সভাপতি জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ১৫ জন আহত হন ৷ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঢাবির আহতরা হলেন জুবায়ের (২২), মাহবুব (২২), শিমুল (২১), গালিব (২২), জহির (২২), জহিরুল ইসলাম অমি (২২) ও অপু (২৪)। ঢাকা কলেজের আহতরা হলেন হিরু (২৫), রুমন (২৬), সালমান (২৪), সালমান-২ (২৩), আল-আমিন (২০) ও আবু নোমান (২৭)।