এবার করোনায় আক্রান্ত হলেন ভারতীয় অভিনেতা জন আব্রাহাম এবং তার স্ত্রী প্রিয়া রুঞ্চল। সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামকে দেওয়া এক বিবৃতিতে নিজেদের অসুস্থতার কথা নিশ্চিত করেছেন এ অভিনেতা।
সোমবার (৩ ডিসেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, জন ও তার স্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
জন ইন্সটাগ্রাম লিখেছেন, ‘তিন দিন আগে এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম যিনি পরে কোভিড আক্রান্ত হয়েছিলেন। আমি এবং পিয়া এখন কোভিড পজিটিভ। আমরা বাড়িতেই আছি। আমরা কারো সংস্পর্শে আসিনি। আমরা দুইজনেই টিকা নিয়েছিলাম এবং আমাদের কিছু মৃদু উপসর্গ রয়েছে। আপনারা সকলে সুস্থ থাকুন। মাস্ক পরুন।’ভারতীয় চলচ্চিত্রে জন আব্রাহামের অভিষেক হয় জিসম (২০০৩) সিনেমায় অভিনয়ের মাধ্যমে। যা ফিল্মফেয়ার সেরা নবাগত পুরস্কারের মনোনয়ন অর্জন করে। এই সিনেমার পর বড় ধরণের বাণিজ্যিক সাফল্য পায় জনের ধুম (২০০৪) সিনেমাটি। এরপর তাকে দেখা যায় সমালোচক কর্তৃক প্রশংসাপ্রাপ্ত ওয়াটার (২০০৫) সিনেমায়। বাবুল (২০০৬) সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা সহ-অভিনেতা পুরস্কারের জন্য মনোনীত হন। আর ২০১২ সালে তিনি প্রথম ভিকি ডোনার সিনেমার প্রযোজনা করেন, যা সমালোচক কর্তৃক প্রসংশিত এবং বাণিজ্যিক সফলতা লাভ করে, এবং সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।