বর্ণাঢ্য আয়োজনে বরিশালে উদযাপিত হয়েছে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবাষির্কী। রাত ১২টা ১ মিনিটে কেক কেটে দিবসটির সূচনা করে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এরপর সকালে নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরে দুপুর ১২টায় একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নানা রঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটিনগরীর সদর রোড, কাকলীর মোড় ও চকবাজার হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ করে জেলা ও মহানগর ছাত্রলীগ। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরসহ জেলা ও মহানগর ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।