ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তায় পানির অপচয় রোধ করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক। বুধবার (৫ জানুয়ারি) পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, জাতীয় পানি সম্পদ পরিষদ নির্বাহী কমিটিকে শক্তিশালী করতে চিন্তা করা হচ্ছে। ভূ-গর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির পরিমাণ ও মূল্য নিরূপণে কমিটি করা হয়েছে। তিনি বলেন, আগামীতে পানির সংকট এড়াতে পানির সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সভাপতিত্বে সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার; সংসদ সদস্য আরমা দত্ত; পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।