ধানবোঝাই ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নওগাঁয় ধান বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মতিউর রহমান (১৮) ও নাইদুল ইসলাম (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলি’র মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, জেলার মান্দা উপজেলার দিকে থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে মতিউর রহমান ও নাইদুল ইসলাম নওগাঁ শহরের দিকে আসছিলেন। বাবলাতলি’র মোড়ে মোটরসাইকেল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মতিউর রহমান নিহত হন। অপরজনকে গুরুত্বর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল জানান, সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেছে। তবে ঘটনার পর ট্রাকের চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।