আবারো বিশ্বে একদিনে নতুন করোনা শনাক্ত রোগীর সংখ্যায় রেকর্ড হয়েছে। মঙ্গলবার ২৪ ঘণ্টায় ২১ লাখ ৫৩ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত রাগেীর সংখ্যা ২৯ কোটি ৫৪ লাখ। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭ হাজার ২৩০ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৪ লাখ ৭৩ হাজার।
যুক্তরাষ্ট্রেও ২৪ ঘণ্টায় শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। একদিনে নতুন ৫ লাখ ৩৯ হাজার রোগী শনাক্তের পাশাপাশি মারা গেছে ১ হাজার ৮শ জন। মে মাসের পর এই প্রথম একদিনে ১০ হাজারের বেশি আক্রান্ত মিলেছে নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি জানান, দেশটিতে ওমিক্রন সংক্রমণ এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।
মহামারি শুরুর পর থেকে যুক্তরাজ্যে প্রথমবারের মত দৈনিক শনাক্ত দুই লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই লাখ ১৮ হাজারের বেশি। যুক্তরাজ্যে নতুন আক্রান্তদের ১৫ শতাংশ দ্বিতীয়বার সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এছাড়া রেকর্ড শনাক্ত হয়েছে ইতালি ও ফ্রান্সে। ইতালিতে একদিনে রেকর্ড শনাক্ত এক লাখ ৭০ হাজার। রোমের স্বাস্থ্যব্যবস্থা ভেঙ্গে পড়ার শংকা । ফ্রান্সে দুই লাখ ৭১ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। টিকা না নেয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে ম্যাখোঁ সরকার। অন্যদিকে তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ায় আরেকটি শহর পুরোপুরি লকডাউন করেছে চীন। জাপানের অকিনাওয়া প্রদেশে হুহু করে বেড়েছে ওমিক্রন সংক্রমণ।
ওমিক্রমনের বিস্তার বাড়ায় কানাডার ওন্টারিওতে অনির্দিশকালের জন্য বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ রোধে ভারতের দিল্লিতে প্রতি সপ্তাহের শুক্রবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।
এদিকে ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন আরেকটি ধরনের খোঁজ পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানীরা। ফ্রান্সের গবেষকরা করোনার এই ধরনের নাম দিয়েছেন আইএইচইউ বা ইহু।
গবেষকদের দাবি, ভাইরাসের নতুন এই ধরনটির অন্তত ৪৬ বার মিউটেশন হয়েছে। তাই, ইহুর বিরুদ্ধে লড়াইয়ে বর্তমান টিকাগুলো খুব বেশি কার্যকর নাও হতে পারে বলে ধারণা তাদের। ইহুর বৈজ্ঞানিক নাম বি/ওয়ান/সিক্স/ফোর/জিরো/টু। এ পর্যন্ত ফ্রান্সের ১২ জন নাগরিক ইহুতে আক্রান্ত হয়েছেন।