শীত ও কুয়াশা উপেক্ষা করে চলছে ভোটগ্রহণ
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোট দিতে কেন্দ্রে আসছেন ভোটাররা।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪০টিতে ইভিএমে ভোট নেয়া হচ্ছে। বাকিগুলোতে ব্যালটে ভোট হচ্ছে।
এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে তিন হাজার ২৭৪ জন, সংরক্ষিত সদস্য পদে সাত হাজার ৯৫০ এবং সাধারণ সদস্য পদে ৩৯ হাজার ৩৯১ জন লড়ছেন।
মোট ভোটার সংখ্যা এক কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডের পাশাপাশি কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১১ ইউনিয়নে মোট ১১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম জানিয়েছেন, জেলায় হয়ে যাওয়া কয়েক দফা ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোর মতোই অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
বগুড়ার পাঁচ উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে ব্যাপকভাবে ।
জেলার আদমদীঘির ৬টি, দুপচাঁচিয়ার ৫টি, ভোটগ্রহণ চলছে।
এই পাঁচ উপজেলার ২২টি ইউনিয়নের মোট ২৪১ টি কেন্দ্রের ১,৪৫৭ কেন্দ্রে মোট ৪ লাখ ৮৯ হাজার ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১৩টি ও দৌলতপুর উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। এর মধ্যে ৫টি ইউনিয়ন রয়েছে পদ্মা ও যমুনার নদীর চরাঞ্চলে।
মোট ১৮১ টি ভোট কেন্দ্রের মধ্যে পদ্মা-যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে ৩৮টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সহিংসতার আশংকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি ও অতিরিক্ত র্যাব মোতায়েন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও আশুগঞ্জের আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে দুই উপজেলার ১৮ ইউনিয়নের ১৭৮ টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভিড় করছেন। ১৮টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৬ জন।
এর মধ্যে সদর উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ ৪৩ হাজার ৫১৬ জন ও আশুগঞ্জের ভোটার সংখ্যা এক লাখ ৩২ হাজার ৯৭০ জন।