চিলিতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে বিক্ষোভ করেছে মৌমাছি পালনকারীরা। এসময় বিক্ষোভরত অবস্থায় চার মৌমাছি পালনকারীকে আটক করেছে পুলিশ। সোমবারের (৩ জানুয়ারি) বিক্ষোভে সান্তিয়াগোতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে মৌমাছি পালনকারীরা ৬০টি মৌচাক সাথে করে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, এগুলোতে প্রায় ১০ হাজার মৌমাছি ছিল।
সিএনএন’র প্রতিবেদনে জানা যায়, বিক্ষোভের সময় সাত জন পুলিশ কর্মকর্তাকে মৌমাছি দংশন করেছে। চিলিতে দীর্ঘদিন ধরে চলমান খরার কারণে মৌচাষ কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে মৌমাছির খাবার ফুল ও শস্যের অনুপস্থিতি চরম আকার ধারণ করেছে। এসময় সরকারে প্রতি মধুর দাম বৃদ্ধি এবং মধু উৎপাদনকারীদের ভর্তুকি দেয়ার দাবি জানান মৌমাছি পালনকারীরা। এ নিয়ে দেশটির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরার সাথে সাক্ষাতের দাবি করেন তারা।