ইউপি নির্বাচনে হতাহতের জন্য নির্বাচন কমিশন দায়ী নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। এসময় সিইসি আরো বলেন, কোনো এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন কমিশনার মাহবুব তালুকদার।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচন পর্যবেক্ষণ শেষে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, ভোটযুদ্ধে এখন যুদ্ধ আছে, ভোট নেই। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মিডিয়ায় প্রচার পাওয়ার জন্য একেক সময় একেক কথা বলেন, যা মিথ্যাচার।
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, ভোটযুদ্ধ আছে, ভোট নেই! তাহলে ৭৫ শতাংশ ভোটার কোত্থেকে আসে? টেলিভিশনে দেখিয়েছেন, সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাহলে এরা কারা? এরা কি ভোটার নন? সুতরাং ওনার (মাহবুব তালুকদার) কথার কোনো সংগতি নেই।
জাতীয় পরিচয়পত্রে নাগরিকের পরিচয় প্রকাশ হয়ে থাকে। তবে পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা রয়ে গেছে। ফলে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন যৌনকর্মীদের সন্তান, তৃতীয় লিঙ্গ এবং এতিমখানায় বড় হওয়া সন্তান, যাদের পিতা-মাতার পরিচয় জানা নেই। কীভাবে তাদের নাম অন্তর্ভুক্ত করা যায় এ নিয়ে নির্বাচন কমিশন বৃহস্পতিবার এ কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন।
এতে পরিচয়হীনদের জাতীয় পরিচয়পত্রে জটিলতা দ্রুত নিষ্পত্তি করা উচিত বলে মন্তব্য করেন বক্তারা।
ইউপি নির্বাচনে সহিংসতায় হতাহতের ঘটনায় ইসি সচিব প্রার্থীদের দায়ী করেছিলেন। কর্মশালা শেষে প্রধান নির্বাচন কমিশনারও একই কথা বলেন।
এর আগেও নির্বাচন নিয়ে সিইসি ও মাহবুব তালুকদারকে প্রকাশ্যে ভিন্ন মত দিতে দেখা গেছে।