ইতোমধ্যে বিমান বাহিনীর ৭০ জন সদস্য ইথিওপিয়ান এয়ারলাইন্স এর একটি বিশেষ বিমানে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। কন্টিনজেন্টের বাকি সদস্যরা আগামী ৩ ফেব্রুয়ারি মালি যাবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্ব দিবেন গ্রুপ ক্যাপ্টেন মো. রবিউল হাসান এএফডব্লিউসি, পিএসসি।
উল্লেখ্য, মালিতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করেছেন। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুন্ন রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরও উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে ঘাঁটি বাশারে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম, বিবিপি, ওএসপি, বিএসপি, এনডিসি, পিএসসি বাশার ঘাঁটিতে কন্টিনজেন্ট এর সদস্যদের আনুষ্ঠানিক বিদায় জানান। এর আগে ২ জানুয়ারি বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি মালিগামী বিমান বাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে ব্রিফিং প্রদান করেন।
এসময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান এবং করোনা ভাইরাস এর বিস্তার রোধ ও এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরণের পরামর্শ দেন।