করোনা আক্রান্ত ভারতীয় নাগরিক অনন্ত রুদ্র পাল (২১)।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে এক দিনের ব্যবধানে অনন্ত রুদ্র পাল (২১) নামে করোনায় আক্রান্ত এক ভারতীয় নাগরিক শনাক্ত হয়েছেন। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার প্রতাপগড় এলাকার বাসিন্দা অজিত রুদ্র পালের ছেলে।
শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে অ্যাপসের মাধ্যমে যাচাইকালে অনন্ত রুদ্র পাল কোভিড পজেটিভ হিসেবে শনাক্ত হন। স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আইসােলেশনে পাঠানো হয়েছে বলে আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন।
আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা যায়, কোভিডে আক্রান্ত ভারতীয় ওই যুবক গত ১ জানুয়ারি সুনামগঞ্জের মধ্যনগর গ্রামে তার মামার বাড়ি বেড়াতে এসেছিলেন। শুক্রবার বিকেলে ভারতে ফিরে যাওয়ার জন্য আখাউড়া ইমিগ্রেশনে আসেন তিনি। এ সময় ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মোবাইল অ্যাপসের মাধ্যমে পরীক্ষা করলে ওই যুবকের আরটিপিসিআর রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া যায়।
আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ বলেন, অনন্ত রুদ্র পালের সাথে থাকা কোভিড (আরটিপিসিআর) টেস্ট নেগেটিভ সনদ নিয়ে ইমিগ্রেশনে আসেন। কোভিড সার্টিফিকেট রিপোর্ট অ্যাপসের মাধ্যমে অনলাইনে যাচাইকালে দেখা যায় তিনি কোভিড পজেটিভ। পরে তিনি স্বাস্থ্য বিভাগকে বিষয়টি অবহিত করলে কর্তৃপক্ষ তাকে অ্যাম্বুলেন্সে করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আইসোলেশন নিয়ে যায়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুর রহমান জানান, কোভিড আক্রান্ত ভারতীয় যুবককে সদর হাসপাতালে ১৪ দিন আইসোলেশন রাখা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, ভারতীয় ওই যুবকের দেহে ওমিক্রন আছে কি-না সেটি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।