বরিশাল: মাদক বিরোধী অভিযানে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা চালিয়েছে অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মাদক কারবারি ও পুলিশের ওপর হামলার পৃথক অভিযোগে দায়ের করা দুটি মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন।
তিনি বলেন, একটি মামলায় ৮ জন এবং অপর মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার (৫ জানুয়ারি) রাত ৯টার পরে বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলীর মান্নান খান সড়কে ইয়াবা বিক্রির তথ্য পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) খায়রুল আলম।
এ সময়ে অভিযুক্ত দুজন মাদক বিক্রেতা একজন নারী ও একজন পুরুষকে ৪৩ পিস ইয়াবাসহ আটক করে আভিযানিক টিম। খবর পেয়ে মাদককারবারির সহযোগিরা গোয়েন্দা টিমের ওপর হামলা চালায় বলে অভিযানিক দলটি দাবি করেছে।
এ ঘটনায় গোয়েন্দা কনস্টেবল হানিফ ও আনোয়ার গুরুতর আহত হন। তাদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মাদক ও পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে নামধারী ২০ জন এবং অজ্ঞাত ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।