বান্দারবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। শুক্রবার ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন বনে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১৫ এর একটি দল।
আটককৃতরা হলেন, মোহাম্মদ নূর (৩২), নাজিমুল্লাহ (৩৪), মো. আমান উল্লাহ (২৩), মো. খাইরুল আমিন (১৯)। তারা সবাই কক্সবাজার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। র্যাব জানায়, আটকৃতরা মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে অস্ত্র নিয়ে আসতো। তারা সীমান্তবর্তী বনকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করতো। রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হতো এসব অস্ত্র। অস্ত্র পাচার রোধে বৃহস্পতিবার গভীর রাত থেকে অভিযান শুরু করে র্যাব। পরে ভোরে কাঠুরিয়া বেশে ৪ জনকে চলাচল করতে দেখে সন্দেহ হয়। এদের মধ্যে দুই জনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে ২ টি দেশিয় অস্ত্র পাওয়া যায়।
এসময় অপর দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। অভিযান শেষে রোহিঙ্গাদের কাছ থেকে ৮ টি দেশি-বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলার পর আটক চারজনকে হস্তান্তর করা হবে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।