যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৪৪৭ বোতল ফেনসিডিলসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ জানুয়ারি) সকালে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে বন্দর থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- বেনাপোল ইউনিয়নের কাগমারী গ্রামের আহম্মেদ খার ছেলে শাহআলম (৪০), শাহআলমের ছেলে আরজু (১৯) ও বড়আচড়া গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে আক্তারুল (২৭)
বেনাপোল বন্দর থানার ওসি মামুন খান জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে মাদকের চালান প্রবেশ করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে সাদিপুর গ্রাম থেকে ধাওয়া করে তিন মাদক পাচারকারীকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ৪৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।