কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে ১২০০টি ঘর পুড়ে গেছে। রোববার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নং ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দীর্ঘ ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ক্যাম্পের প্রায় ১২০০ ঘর পুড়ে যায়। এতে অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে সবকিছু হারিয়ে হাজার হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। তাদেরকে প্রাথমিক খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন ক্যাম্পে আগুন লাগার বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, উখিয়ার শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পাওয়ার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার সদর, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Somoy Tv News
সম্পূর্ণ নিউজ সময়
বাংলাদেশ
২২ টা ৯ মিঃ, ৯ জানুয়ারী, ২০২২
রোহিঙ্গা ক্যাম্পের ১২০০ ঘর পুড়ে ছাই, ৩০ হাজার মানুষ গৃহহীন
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে ১২০০টি ঘর পুড়ে গেছে। রোববার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নং ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রোহিঙ্গা ক্যাম্পের ১২০০ ঘর পুড়ে ছাই, ৩০ হাজার মানুষ গৃহহীন
সুজাউদ্দিন রুবেল
২ মিনিটে পড়ুন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দীর্ঘ ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ক্যাম্পের প্রায় ১২০০ ঘর পুড়ে যায়। এতে অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে সবকিছু হারিয়ে হাজার হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। তাদেরকে প্রাথমিক খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন ক্যাম্পে আগুন লাগার বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, উখিয়ার শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পাওয়ার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার সদর, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তাদের বিভিন্ন কেন্দ্রে সরিয়ে আনা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ, চলতি বছর (২০২২) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত ২ জানুয়ারি (রোববার) উখিয়ার ২০ নং এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে। সে ঘটনায় হতাহত না হলেও পুড়ে যায় হাসপাতালটির ৭০ শয্যা।
এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে ঘটনায় দশ হাজারের বেশি ঘর পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় দুই লক্ষাধিক রোহিঙ্গা এবং ১১ জনের প্রাণহানি ঘটে।