নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিবার্চনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলমের নির্বাচনী সমন্বয়কারী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হিরাঝিলে তার বাসা থেকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নিশ্চিত করেছেন।
তিনি জানান, মনিরুল ইসলাম রবির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যাচাই-বাচাই করা হচ্ছে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে রবির মুক্তির দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে আটক করা হয়েছে। মূলত, বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখতেই তাকে আটক করা হয়েছে।