বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে বিশ্বব্যাপী দেখা দিয়েছে আতংক। হু হু করে বাড়ছে করোনা রোগী। বাংলাদেশেও রকেটের গতিতে ছড়াচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস।
ঢাকায় রকেট গতিতে ছড়াচ্ছে করোনা
বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে বিশ্বব্যাপী দেখা দিয়েছে আতংক। হু হু করে বাড়ছে করোনা রোগী। বাংলাদেশেও রকেটের গতিতে ছড়াচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস।
তবে দেশের অন্য জেলা শহরগুলোর তুলনায় ঢাকায় দ্রুত ছড়াচ্ছে এ ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আরও ১৯০৮ করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্ত হয়েছে ১৮৭১ জন করোনা রোগী। যা আগের দিনের তুলনায় দেড়গুণ।
২৪ ঘণ্টায় সারা দেশে ৩ জন করোনায় মারা গেছেন। যাদের মধ্যে ২ জনই ঢাকার। একজন মারা গেছেন রাজশাহী বিভাগে।
সোমবার (১০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ২ হাজার ২৩১ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৯০ জনে।
ঢাকায় রকেট গতিতে ছড়াচ্ছে করোনা
বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে বিশ্বব্যাপী দেখা দিয়েছে আতংক। হু হু করে বাড়ছে করোনা রোগী। বাংলাদেশেও রকেটের গতিতে ছড়াচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস।
তবে দেশের অন্য জেলা শহরগুলোর তুলনায় ঢাকায় দ্রুত ছড়াচ্ছে এ ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আরও ১৯০৮ করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্ত হয়েছে ১৮৭১ জন করোনা রোগী। যা আগের দিনের তুলনায় দেড়গুণ।
২৪ ঘণ্টায় সারা দেশে ৩ জন করোনায় মারা গেছেন। যাদের মধ্যে ২ জনই ঢাকার। একজন মারা গেছেন রাজশাহী বিভাগে।
সোমবার (১০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ২ হাজার ২৩১ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৯০ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৬ হাজার ১৪৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন।
এর আগে, রোববার (৯ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪৯১ জন।
এদিকে দেশে করোনার অতি সংক্রমক ওমিক্রন ধরনে নিশ্চিত সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ত্রিশে দাঁড়িয়েছে। দেশে করোনা রোগীর নমুনার জিন বিশ্লেষণে ওমিক্রনে সংক্রমিত এ রোগী শনাক্ত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) আজ এ তথ্য জানিয়েছে।
এর আগে গত শুক্রবার (৭ জানুয়ারি) জিআইএসএআইডিতে বাংলাদেশে ওমিক্রনে সংক্রমিত নিশ্চিত রোগীর সংখ্যা ছিল ২০। তিন দিনের ব্যবধানে এ সংখ্যা বেড়ে ৩০ দাঁড়াল। ৩০ জনই ঢাকার।
গত ১০ ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়। দেশে প্রথম ওমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেটার। তারা ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।