চুয়াডাঙ্গায় এক নারীর পেটে অস্ত্রোপচারের কাঁচি রেখে দেওয়ার দীর্ঘ ২০ বছর পর সেটি অপসারণ করা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের মাধ্যমে বাচেনা খাতুন নামে ওই নারীর পেট থেকে কাঁচি অপসারণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি পরামর্শক ডা. ওয়ালিউর রহমান নয়ন। তার তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন বাচেনা খাতুন।
বাচেনা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হাপানিয়া গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।
গত ৪ জানুয়ারি পেটের যন্ত্রণা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নারী সার্জারি ওয়ার্ডে ভর্তি হন বাচেনা খাতুন। এরপর থেকে পেটের যন্ত্রণা বেড়ে যায় আরও কয়েকগুণ। অবশেষে সোমবার দুপুর ১২টার দিকে তার অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে কাঁচি অপসারণ করা হয়।
ডা. ওয়ালিউর রহমান জানান, ৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বাচেনা খাতুনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য তার অস্ত্রোপচার বারবার পেছানো হচ্ছিলো।
অবশেষে সোমবার তার পেট থেকে কাঁচি অপসারণ করা হয় বলে জানান তিনি।