রংপুরের পীরগাছায় সাত বছরের একটি শিশুকন্যাকে অপহরণের পর দাবি করা মুক্তিপণ না পেয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে আমৃত্যু কারাদণ্ড ও লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
রংপুরের পীরগাছায় সাত বছরের একটি শিশুকন্যাকে অপহরণের পর দাবি করা মুক্তিপণ না পেয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে আমৃত্যু কারাদণ্ড ও লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
এ ঘটনার নিহতের বাবা আব্দুর রহিম বাদি হয়ে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ রাসেল ও সালাহউদ্দিনসহ সাত আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত সালাহউদ্দিন ও রাসেলকে দোষি সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের আদেশ এবং মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় রাসেল কাঠগড়ায় উপস্থিত থাকলেও সালাহউদ্দিন পলাতক থাকায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।