ছবি: সংগৃহীত
অনুমোদনহীন যানবাহনের দৌরাত্ম্যে অসহায় সাতক্ষীরাবাসী। সরু সড়কে তিন চাকার যানবাহনের চাপ ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে তৈরি হচ্ছে তীব্র যানজট। এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি শহরবাসির।
স্থানীয়রা বলছে, শহরের সঙ্গীতা মোড়, বড়বাজার, পৌরদীঘির পাড়সহ গুরুত্বপূর্ণ প্রায় সব এলাকাতেই একই চিত্র। ১০ মিনিটের রাস্তা পার হতে লাগে কয়েকগুন সময়। এতে একদিকে যেমন সময় নষ্ট হয়, অন্যদিকে পোহাতে হয় চরম ভোগান্তি।
জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলছেন, সাতশ’র মতো ইজিবাইক চলাচলের অনুমতি রয়েছে পৌরসভায়। অথচ চলছে কয়েক গুণ বেশি। সমস্যার কথা স্বীকার করে যানজট নিরসনে নানা পদক্ষেপ নেয়ার আশ্বাস পৌর মেয়রের। সাতক্ষীরা পৌরসভায় মোট পাকা সড়ক ৩০ কিলোমিটার। এরমধ্যে শহরের মধ্যে দিয়ে যাওয়া মূল সড়ক ৮ কিলোমিটার। সেখানে যানজট একণ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।