জমি নিয়ে স্থানীয়দের সাথে বনবিভাগের বিরোধের জেরে অনিশ্চয়তার মুখে পড়েছে রাঙামাটিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ। রাঙামাটির প্রত্যন্ত উপজেলা বরকলের আইমাছড়া ইউনিয়নের সাক্রাছড়ি এলাকার এসব জমি নিজেদের দাবি করে অধিগ্রহণ আটকে দিয়েছে বনবিভাগ। জেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পাশাপাশি স্থানীয়রাও এতে ক্ষুব্ধ।
বরকল আইমাছড়ার বাসিন্দা সুবিমল চাকমা। বংশ পরম্পরায় সুবিমলের পরিবারের সদস্যরাও বেড়ে উঠেছেন এখানে। বসবাস করছে আরও কিছু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার।
সম্প্রতি শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম প্রকল্পের জন্য সুবিমল চাকমার ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এতে বাধ সাধে বন বিভাগ। তাদের দাবি, সুবিমল নয়, এ ভূমি বনবিভাগের।
বনবিভাগের এ দাবি ভিত্তিহীন বলছেন সুবিমলসহ এখানকার স্থানীয়রা। একই দাবি ভূমি অফিসেরও। জায়গা যারই হোক না কেন, এখানেই স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্তে অনঢ় জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।