নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবিতে নিখোঁজ শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে বক্তাবলী খেয়াঘাট এলাকা থেকে ১৩ মাসের শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বক্তাবলী খেয়াঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে একটি শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করলে স্বজনরা এসে তাসফিয়াকে শনাক্ত করেন।
এই দুর্ঘটনায় একই পরিবারের নিহত চারজনের মধ্যে শিশু তাসফিয়াও রয়েছে।
মরদেহ শনাক্তের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস পরিবারের কাছে হস্তান্তর করে উদ্ধার অভিযানের সমাপ্ত ঘোষণা করেন।
তিনি জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনের তালিকা অনুযায়ী টানা তিন দিনে সবার মরদেহ উদ্ধার হয়েছে।
Somoy Tv News
সম্পূর্ণ নিউজ সময়
বাংলাদেশ
১৪ টা ২৯ মিঃ, ১১ জানুয়ারী, ২০২২
ধলেশ্বরীতে ট্রলারডুবি: ভেসে উঠল শিশু তাসফিয়ার মরদেহ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবিতে নিখোঁজ শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধলেশ্বরীতে ট্রলারডুবি: ভেসে উঠল শিশু তাসফিয়ার মরদেহ
শওকত আলী সৈকত
১ মিনিটে পড়ুন
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে বক্তাবলী খেয়াঘাট এলাকা থেকে ১৩ মাসের শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বক্তাবলী খেয়াঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে একটি শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করলে স্বজনরা এসে তাসফিয়াকে শনাক্ত করেন।
আরও পড়ুন: ট্রলারডুবি: ধলেশ্বরীর তীরে স্বজনদের আহাজারি
এই দুর্ঘটনায় একই পরিবারের নিহত চারজনের মধ্যে শিশু তাসফিয়াও রয়েছে।
মরদেহ শনাক্তের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস পরিবারের কাছে হস্তান্তর করে উদ্ধার অভিযানের সমাপ্ত ঘোষণা করেন।
তিনি জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনের তালিকা অনুযায়ী টানা তিন দিনে সবার মরদেহ উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি: ২১ মরদেহ উদ্ধার
গত ৫ জানুয়ারি সকালে এম ভি ফারহান নামে বরিশাল থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি অর্ধ শতাধিক যাত্রীসহ ধলেশ্বরীর মাঝখানে ডুবে যায়। এতে একই পরিবারের চারজনসহ ১০ জন যাত্রী নিখোঁজ হন।
এ ঘটনায় লঞ্চের চালক ও মাস্টারসহ তিন কর্মচারীকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পরে নৌ-পুলিশ রাজধানীর সদরঘাট থেকে আসামিদের গ্রেফতারসহ লঞ্চটি জব্দ করে।