যশোরের অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত উত্তম উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামের মৃত-অশান্ত সরকারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপণ কুমার সরকার জানান, সোমবার রাতে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকার সুন্দলী বাজার থেকে মোটরসাইকেলে করে হরিশপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন।
হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে পেছনে থাকা একটি মোটরসাইকেল তার গতিরোধ করে তার বুকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান উত্তম।
উত্তম গত ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুন্দলী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন।