ফলোঅনে পড়ে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। লাঞ্চের আগে দুই উইকেট হারালেও কিছুটা হাল ধরেছিলেন মোহাম্মদ নাঈম শেখ ও ক্যাপ্টেন মুমিনুল হক।
তবে তাদের হারিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় উইকেটে ২৩৫ রান করে ইনিংস পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ।
৩৯৫ রানে পিছিয়ে থেকে সকালে ব্যাট করতে নেমে দুই ওপেনার সাদমান ইসলাম ও নাঈম মন দেন টিকে থাকার দিকেই। উইকেটে ওভারের পর ওভার কাটিয়ে দেওয়াই ছিল তাদের ব্রত। প্রথম ঘণ্টা সেভাবেই পার করে দেন তারা।
তবে জেমিসনের বলে ২১ রানে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান। এরপর নাঈমকে নিয়ে দ্রুত এক জুটি গড়ে তুলেন শান্ত। কিন্তু তাকেও ২৯ রানে ফিরিয়ে দেন ওয়াগনার।
আর আগের দিনের বিধ্বংসী বোলার সাউদির বলে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম। ফলে একশ’ রানের ঘর পেরুতেই তিন উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।
আগের দিন কিউইদের ৫২১ রানের জবাবে খেলতে নেমে ১২৬ রানেই গুটিয়ে যায় মুমিনুলের দল। দলের হয়ে ইয়াসির রাব্বি করে সর্বোচ্চ ৫৫ রান।
আর সোহান তুলতে পেরেছিলেন ৪১। বাকি আট ব্যাটারের কেউই ১০ রানের ঘর ছুঁতে পারেননি।