অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে টাইগার যুবারা ২৭৭ রান করলেও বৃষ্টি আইনে প্রতিপক্ষের লক্ষ্য দাঁড়ায় ২৫৬ রান। জবাবে ১১০ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের যুবারা।
টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করেই সাঁজঘরে ফেরেন ওপেনার ইফতেখার হোসেন। এরপর ১০ রান করে নওরোজ আর ৪০ রানে শেষ হয় আরিফুল ইসলামের ইনিংস। ৩৩ রান যোগ করে ফাহিম ফিরলেও দলকে বড় ইনিংস উপহার দেন আইচ মোল্লা। ৮২ রানে থামে তাঁর ইনিংস। পরে রাকিবুল হাসান ৩৬ ও রিপন মন্ডল ৩৯ রান করলে ২৭৭ রানের ভিত গড়ে বাংলাদেশ যুবারা।
কিন্তু বৃষ্টি আইনে ২৫৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে টিকতেই পারেনি জিম্বাবুয়ে। মাত্র ৩৫ ওভার ২ বল খেলে ১১০ রানেই শেষ হয় তাদের ইনিংস। নাইমুর রহমান ৩টি আর আরিফুল ও মামুন নিয়েছেন দুটি কোরে উইকেট।