গত ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। কিন্তু ওই ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা তাদের ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছে। পুনর্নিরীক্ষার ফল আগামী ২১ জানুয়ারি প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২১ জানুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর এসএসসি-সমমানের ফলের পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। যা শেষ হয় চলতি বছরের ৬ জানুয়ারি। এবারে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে পাসের হার ৯৩.৫৮, যা দেশে এ যাবৎকালে সর্বোচ্চ।