বিএনপির চলমান আন্দোলন থামিয়ে দিতে করোনা ইস্যুতে সরকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে বলে দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, করোনা আক্রান্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রীর সুস্থতা কামনায় বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, করোনায় শুধু সভা-সমাবেশ নিষিদ্ধ করা হলেও বাণিজ্য মেলা, নির্বাচনসহ বিভিন্ন জনসমাগমমূলক অনুষ্ঠান চলছে, ঐ সব বন্ধ না করে উদ্দ্যেশ্যপ্রনোদিতভাবে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
গয়েশ্বর রায় বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য যখন জনগণ রাজপথে নেমেছে ঠিক সেই মুহূর্তে দোকানপাট, ব্যবসা-বাণিজ্য সবকিছু খোলা রেখে শুধু রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এসময়, করোনা মোকাবেলায় সম্মিলিত কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।