রিয়াল মাদ্রিদের কাছে নাটকীয় লড়াইয়ে হেরে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও শিষ্যদের পারফরম্যান্স নিয়ে গর্বিত জাভি। বার্সেলোনার কোচ জানিয়েছেন, ফল নিয়ে দুঃখবোধ হলেও তারদল সঠিক পথেই আছে। সুস্থ হয়ে মাঠে ফেরা ফেরান তরেস, আনসু ফাতি ও পেদ্রির মতো তরুণ খেলোয়াড়রা সামনে পার্থক্য তৈরি করে দেবে বলেও মনে করছেন তিনি।
বুধবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে অতিরিক্ত সময়ে গড়ানো সেমিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৩-২ গোলে হেরেছে বার্সা। নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন ছিল ২-২।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে বিরতির কিছুক্ষণ আগে সমতায় ফেরান লুক ডি ইয়ং। দ্বিতীয়ার্ধে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা ফের রিয়ালকে লিড দেওয়ার পর দ্বিতীয়বার কাতালানদের ম্যাচে ফেরান উদীয়মান স্প্যানিশ ফরোয়ার্ড ফাতি। এরপর অতিরিক্ত সময়ে জমজমাট লড়াইয়ে পার্থক্য গড়ে দেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে জাভি দাবি করেছেন, হারলেও ম্যাচের অনেক ক্ষেত্রে তারা রিয়ালকে ছাপিয়ে গিয়েছিলেন, ‘আমি আজ (বুধবার রাতে) পরিষ্কার ছিলাম যে এটি আমাদের বল পায়ে দায়িত্ব দেখানোর দিন ছিল। আজকে মনোবল উঁচু রাখার দিন, যদিও শেষ পর্যন্ত আমরা হেরেছি। আমরা পুরো সময় খেলার মধ্যে ছিলাম। মাদ্রিদের খেলোয়াড়দের অবস্থানের পরিবর্তন আমাদের হারের কারণ ছিল। ম্যাচের অনেক পর্যায়ে আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ছিলাম।’
নিজেদের ভুল খুঁজে পেলেও সার্বিক পারফরম্যান্স নিয়ে গর্ব অনুভব করেছেন স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক তারকা, ‘তারা (রিয়াল) আমাদের ভুলের সুযোগ নিয়েছে। আমরা গর্বের সঙ্গে মাঠ ছেড়েছি। তবে ম্যাচের ফল নিয়ে অবশ্যই দুঃখিত। হারার জন্য খুবই বাজে অনুভূতি হচ্ছে। কিন্তু যেভাবে খেলেছি এবং প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করেছি সেজন্য আমরা গর্বিত। আমাদের ধৈর্য ও দায়িত্ববোধের অভাব রয়েছে এখনও। (আমি দায়িত্ব নেওয়ার) দুই মাস হয়ে গেছে। কিন্তু আমরা সঠিক পথেই আছি।’
দলের তরুণদের নিয়ে আশার সুর শুনিয়েছেন বার্সেলোনা কোচ, ‘খেলোয়াড়দের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কারণ, তারা নিবেদন দেখিয়েছে। তারা সবাই খেলতে চায় এবং তাদের মধ্যে কেউ কেউ খুব অল্পবয়সী। কিন্তু আমাদের ফল পাওয়ার সময় এসেছে। অনেক খেলোয়াড় সুস্থ হয়ে উঠেছে এবং এখন একাদশ গঠন করা আরও কঠিন হয়ে পড়েছে। ফেরান, আনসু- এরা পার্থক্য তৈরি করেছে, পেদ্রিও। তারা ভালো করেছে এবং সামনে পার্থক্য তৈরি করে দেবে।’