বিনোদন ডেস্ক : লাল লেহেঙ্গায় অসাধারণ ড্যান্স দিয়ে ভাইরাল যুবতী – মার্কেটে এখন একের পর এক ট্রেন্ডিং সং লঞ্চ হয়েই চলেছে। যেখানে ট্রেন্ডিং সং-এর তালিকায় রয়েছে নানারকম নতুন নতুন গান, আর এই গানগুলি ভাইরালও হয়ে যাচ্ছে। বিশেষত এই গানগুলির সঙ্গে নানা পারফরম্যান্স গানগুলিকে আরো জনপ্রিয় করে তুলছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই গানের সহিত নানানরকম ভঙ্গিমার নাচও। তবে এইসব গানের পেছনে শুধু হিন্দি গান নয়, আছে নানা ভাষার গান। আছে ভোজপুরি, আছে হরিয়ানা ভাষার গানের সম্ভারও।
সম্প্রতি একটি হরিনাভী গানের তালে নাচ করে ভাইরাল হলেন জনপ্রিয় এক যুবতী। যিনি এক্কেবারে লাল বর্ণের ঘাগরা ও টপ পরে জমিয়ে ড্যান্স ‘Kabootar’ বলে একটি হরিনাভী ভাষার গানের তালে। একটি ঘরের মধ্যেই জমিয়ে ড্যান্স করলেন এই যুবতী। এই যুবতীর শরীরি হিল্লোলে মাত হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াবাসীরা।
Banglanews for All
লাল লেহেঙ্গায় অসাধারণ ড্যান্স দিয়ে ভাইরাল যুবতী
3 hours ago
বিনোদন ডেস্ক : লাল লেহেঙ্গায় অসাধারণ ড্যান্স দিয়ে ভাইরাল যুবতী – মার্কেটে এখন একের পর এক ট্রেন্ডিং সং লঞ্চ হয়েই চলেছে। যেখানে ট্রেন্ডিং সং-এর তালিকায় রয়েছে নানারকম নতুন নতুন গান, আর এই গানগুলি ভাইরালও হয়ে যাচ্ছে। বিশেষত এই গানগুলির সঙ্গে নানা পারফরম্যান্স গানগুলিকে আরো জনপ্রিয় করে তুলছে।
ড্যান্স
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই গানের সহিত নানানরকম ভঙ্গিমার নাচও। তবে এইসব গানের পেছনে শুধু হিন্দি গান নয়, আছে নানা ভাষার গান। আছে ভোজপুরি, আছে হরিয়ানা ভাষার গানের সম্ভারও।
সম্প্রতি একটি হরিনাভী গানের তালে নাচ করে ভাইরাল হলেন জনপ্রিয় এক যুবতী। যিনি এক্কেবারে লাল বর্ণের ঘাগরা ও টপ পরে জমিয়ে ড্যান্স ‘Kabootar’ বলে একটি হরিনাভী ভাষার গানের তালে। একটি ঘরের মধ্যেই জমিয়ে ড্যান্স করলেন এই যুবতী। এই যুবতীর শরীরি হিল্লোলে মাত হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াবাসীরা।
নখে সাদা দাগ কেন থাকে, না জানা থাকলে জেনে নিন
এইভাবেই তিনি আজ একজন পপুলার সোশ্যাল মিডিয়া ইউজার হয়ে গিয়েছেন। এই ভিডিওটি Pankaj Adhikary নামক একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। যাতে এখনো ভিউ ও পছন্দের সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার।
আসলে আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেককিছুই দেখতে পাই। পাশাপাশি দেখতে পাই অনেক বিরলতম দৃশ্যও। এক মুঠোফোন আর ইন্টারনেট পুরো বিশ্বে ঘুরিয়ে আনছে আমাদেরকে। আর সেখানেই আমাদের চোখের সামনে উঠে আসছে নানারকম হকচকিয়ে যাওয়ার মতন এক একটি দৃশ্য। এখানে আট থেকে অষ্টাদশী সবারই ভিডিও ভাইরাল হয়। যার মাধ্যমে মানুষ এখন রোজগারও করছেন।