করোনার তাণ্ডব প্রভাব ফেলল ভারতের নির্বাচনেও। পশ্চিমবঙ্গের চার পৌরসভার ভোটের তারিখ পেছানো হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। ভোটের তারিখ পিছিয়ে ১২ ফেব্রুয়ারি করা হয়েছে।
এক বিবৃতিতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতকে সম্মান জানিয়েই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে আগের সিদ্ধান্ত অনুযায়ী আসানসোলবিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগরে আগামী ২২ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল।
রাজ্যজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ যে পরিস্থিতি ধারণ করেছে তাতে কীভাবে ভোট হবে তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলো।
এরই মধ্যে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।
সেই মামলায় শুক্রবার ভোট পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দেয় হাইকোর্ট।