উত্তর কোরিয়ার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা জানিয়ে আবারো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। শুক্রবার মার্কিন নিষেধাজ্ঞাকে ‘উস্কানিমূলক’ অ্যাখ্যা দিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে এ পরীক্ষা চালানো হয়।
আবারো চরম আকার ধারণ করেছে ওয়াশিংটন-পিয়ংইয়ং উত্তেজনা। চলমান উত্তেজনার মধ্যেই ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার পিয়ংইয়ং একটি অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্রসদৃশ একটি বস্তু ছুঁড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফস। বৃহস্পতিবার ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কয়েক ঘণ্টার ব্যবধানে এই পরীক্ষা চালালো পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সহায়তা ও প্রত্যক্ষ মদদের জেরে বৃহস্পতিবার দেশটির পাঁচ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে ‘উস্কানিমূলক’ আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কিম সরকার। যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে অঞ্চলটিতে উত্তেজনা বাড়াচ্ছে বলেও অভিযোগ উত্তর কোরিয়ার।
উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রসদৃশ ওই বস্তুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনা তা এখনো নিশ্চিত না হলেও জাপানের দাবি, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল।
শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কোনো দেশকে লক্ষ্য করে বা প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে নয়, নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে নতুন এই পরীক্ষা চালানো হয়েছে।
এর আগে গেল এক সপ্তাহের ব্যবধানে দুইবার দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ মিত্রদেশগুলোর মধ্যে।