বান্দরবানের আলীকদমে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ হাসান মাহমুদ নামের এক সাংবাদিককে আটক করেছে কক্সবাজারের র্যাব-১৫।
সোমবার (১৭ জানুয়ারী) সাড়ে ১২টার সময় আলীকদম বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক হাসান মাহমুদ দৈনিক ভোরের কাগজের সাবেক ও চট্টগ্রামের সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার আলীকদম প্রতিনিধি। নয়াপাড়া ইউনিয়নের বনিক পাড়ার মৃত সুবেদার কালামের ছেলে তিনি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের মেজর মঞ্জুর মেহেদীর নেতৃত্বে একটি দল আলীকদম বাজারস্থ হাসান মাহমুদের নিজ দোকানে অভিযান চালায়। এ সময় তার দোকান থেকে একটি দেশীয় তৈরি একনালা পিস্তল ও ইয়াবা উদ্ধার করে এবং তাকে আটক করা হয়।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার বলেন, দেশীয় পিস্তল ও ইয়াবাসহ হাসান মাহমুদকে র্যাব আটক করেছে বলে শুনেছি। তবে এখনও তাকে থানায় হস্তান্তর করেনি র্যাব।