শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবি জানিয়ে তাঁর কুশপুতুল দাহ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ক্যাম্পাসের আম চত্বর এ কুশপুতুল দাহ করে শিক্ষার্থীরা। এ সময় তারা শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্ম ঘোষণা করে রাবিতে আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন।
কর্মসূচি থেকে বক্তারা বলেন, মামলা হামলা করে শাবিপ্রবির ছাত্রদের যৌক্তিক আন্দোলন থেকে সরানো যাবে না। শুধু শাবিপ্রাবি উপাচার্য স্বৈরাচার কায়েম করছে তা নয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একই আচরণ। উনারা ক্যাম্পাসে পরিবারতন্ত্র চালান, ত্রাসের রাজত্ব কায়েম করেন।
আমানউল্লাহ আমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্য রাবি শাখার সভাপতি মেহেদী হাসান মুন্না, রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর প্রমুখ।