দুই ঘণ্টার পার্থক্যে হওয়া দুই ভূমিকম্পে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে এখন পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।
ইউএস জিওলজিক্যাল সোসাইটির (ইউএসজিএস) বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৭ জানুয়ারি) ৪.৯ এবং ৫.৩ মাত্রার ভূমিকম্পে উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ বাদঘিসের দালানগুলো ভেঙে পড়ে।
ভূমিকম্পের প্রথম আঘাত বিকালে এবং পরের আঘাতটি দুই ঘণ্টা পর প্রদেশের রাজধানী কালায়ে-নাউয়ের থেকে ৫০ কিলোমিটার দূরে হানে বলে জানিয়েছে সংস্থাটি।
কাদিস প্রদেশের প্রধান মোহাম্মদ সালেহ পুরদিল জানায়, ভূমিকম্পে অনেক ঘর ভেঙে পড়েছে এবং নারী-শিশুদের মৃত্যু হয়েছে। এদিকে বার্তাসংস্থা এএফপিকে এক মুখপাত্র জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্য থেকে চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ৭০০’র বেশি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানান তিনি।
দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ সালেহসহ অন্যান্য কর্মকর্তারা।
তুর্কেমেনিস্তানের সীমান্ত ঘেঁষা উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ বাদঘিসকে সবচেয়ে অনুন্নত এবং গরীব অঞ্চল হিসেবে ধরা হয়।
ভালোভাবে নির্মাণ না হওয়ায় যেকোনো ভূমিকম্পে উল্লেখযোগ্য পরিমাণে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
ঋনের বোঝা এবং অপ্রতুল সরবরাহের সাথে প্রতিনিয়ত লড়াই করে চলা দরিদ্র দেশ আফগানিস্তানের ক্ষমতা আগস্টে তালেবানের হাতে চলে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়।