যুক্তরাষ্ট্রে তদবিরকারী বা লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগের জন্য বিএনপি কীভাবে আর্থিক লেনদেন করেছে তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংককে (বিবি) চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাশাপাশি ওই লেনদেনের বিষয়টি বিএনপি আয়-ব্যয়ের হিসাবে উল্লেখ করেছে কি না, সেটাও খতিয়ে দেখতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। দুপুরে ওই চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মো. শাহরিয়ার আলম জানান, যুক্তরাষ্ট্রে বিএনপি ও জামায়াতের লবিস্ট নিয়োগ সংক্রান্ত যেসব নথি গণমাধ্যমকে দেওয়া হয়েছিল সেগুলো বাংলাদেশ ব্যাংকে চিঠিসহ পাঠানো হয়েছে। বর্তমান আইনের আলোকে এগুলো যাচাই-বাছাই করে কোনো ব্যত্যয় পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী প্রতিবছর জুলাইয়ে হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে। অনেক সময় বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। সেখানে এই (যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের লেনদেন) আয়-ব্যয়ের হিসাব দিয়েছে কি না, সেটি জানতে চেয়েছি। কারণ, চুক্তিতে বিএনপি কেন্দ্রীয় দপ্তরের ঠিকানা দেওয়ায় কোনো তহবিল থেকে ওই অর্থ গেছে এবং তা আয়-ব্যয়ের হিসাবে লিপিবদ্ধ আছে কি না, নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে। এর ব্যত্যয় পেলে নির্বাচন কমিশন তাদের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, বলেন তিনি।
এর আগে, সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী জানান, বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডায় মার্কিন যুক্তরাষ্ট্রে যে টাকা খরচ করেছে তার হিসাব সরকারের কাছে আছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বিএনপি-জামায়াত গত পাঁচ বছরে কতগুলো লবিস্ট ফার্মে টাকা দিয়েছে তার চুক্তি, টাকা-পয়সার হিসাব আছে- এটা প্রকাশ করা হবে। কে, কোন অ্যাকাউন্টে দিয়েছেন সব কিছু আছে।
এসব ঘটনার তদন্ত দাবি করে সেদিন শাহরিয়ার আলম বলেছিলেন, ২০১৫ সালে অ্যাকিন গর্ভমেন্ট অ্যাসোসিয়েটের সঙ্গে বিএনপির নয়াপল্টনের ঠিকানা দিয়ে তাদের সঙ্গে চুক্তি করা হয়েছে। মাসিক ৫০ হাজার ডলারের বিনিময়ে। সেটা তিন বছর অব্যাহত ছিল। খরচ হয় ২ মিলিয়ন ডলার (প্রায় ১৭ কোটি টাকা)। এমন ১০টি ডকুমেন্টের তথ্য তার কাছে আছে বলেও দাবি করেছিলেন তিনি।