পুনম পাণ্ডে। ছবি: সংগৃহীত
পর্নোকাণ্ডে বেশ আলোচিত বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। কিন্তু এ মামলায় তাকে গ্রেফতার করা যাবে না বলে আদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
বিচারপতি বিনীত শরণ ও বি ভি নাগারথনার একটি বেঞ্চ এই আদেশ জারি করেছেন। এর আগে মুম্বাই হাইকোর্ট পুনম পাণ্ডের আগাম জামিন বাতিল করেছিল। সে আদেশের বিরুদ্ধে আপিল করেছেন পুনম। এরপর মহারাষ্ট্র সরকারকে নির্দেশ জারি করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।
পর্নোগ্রাফির একটি অভিযোগে অভিনেত্রী শার্লিন চোপড়ার সঙ্গে পুনম পাণ্ডের নামও ছিল। গত বছর পর্নোকাণ্ডে বেশ তোপের মুখে পড়েছিল শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কিছু ধারায় অভিযোগ করা হয়েছিল।
এদিকে স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন পুনম পাণ্ডে। স্বামী স্যাম বম্বের নামে অভিযোগ করার পরেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুনম।
এর আগেও পুনম তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। হাজতবাসেও ছিলেন তার স্বামী স্যাম। ভারতের গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়ে পুনম তার স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।
দু’বছর এক সঙ্গে থাকার পর ২০২০ সালের সেপ্টেম্বরে বান্দ্রায় নিজেদের বাড়িতে এক ঘরোয়া আয়োজনে বিয়ে করেন পুনম ও স্যাম। দাম্পত্যের এক বছরের মধ্যেই একাধিকবার বিতর্কের কেন্দ্রে এসেছে এই দম্পতি। ২৯ বছর বয়সী এই মডেল ও বলিউড অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা ছবি ও ভিডিও পোস্ট করে প্রায়ই বিতর্কের ঝড় তোলেন।