হবিগঞ্জের বাহুবলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী গণসংযোগে দুর্বৃত্তদের হামলায় আল আমিন নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর ঘোড়া প্রতীকের সমর্থনে গণসংযোগ চলছিল। এসময় ভিড়ের মধ্যে আল আমিনকে কে বা কারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন।
নিহত আল আমিন সদর ইউনিয়নের মিঠাপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে। কিছুদিনের মধ্যেই তার দুবাই যাওয়ার কথা ছিল বলে জানায় পরিবার। তারা বলেন, নিহত আল আমিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের একনিষ্ঠ কর্মী ছিলেন।