রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ ৫০ হাজার টাকা হারিয়েছেন দৈনিক মানবজমিনের স্পোর্টস ইনচার্জ সামোন হোসেন (৩৭)। তিনি ক্রীড়ালেখক সমিতির ষুগ্ম সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে শীতল পরিবহনের একটি বাসে করে নারায়ণগঞ্জ থেকে গুলিস্তান যাচ্ছিলেন তিনি। যাত্রাপথে তাকে চেতনানাশক প্রয়োগে অজ্ঞান করে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা।
সামোন হোসেনের ভাই জানান, তিনি বাসা থেকে ক্রীড়ালেখক সমিতির সভার জন্য বের হয়েছিলেন।
সামোন হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।