অপরিশোধিত তেলের দাম বেড়ে ৮৯.০৫ ডলার
আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। বুধবার (১৯ জানুয়ারি) প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ওঠে যায় ৮৯ দশমিক শূন্য ৫ ডলারে। এটি বিগত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
অপরিশোধিত তেলের দাম বেড়ে ৮৯.০৫ ডলার
রাইসুল ইসলাম
করোনাকালের অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখন সারাবিশ্ব। ফলে বেড়ে গেছে জ্বালানির চাহিদা। সেই সঙ্গে হু হু করে বাড়ছে তেলের দাম।
আন্তর্জাতিক তেলের বাজারে বর্তমানে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি ৮৮ দশমিক ৫৫ ডলারে। যা আগের দিনের থেকে ১ দশমিক শূন্য ৪ ডলার বেশি। বুধবার (১৯ জানুয়ারি) ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে উঠে যায় ৮৯ দশমিক শূন্য ৫ ডলারে। যা ২০১৪ সালের ১৩ অক্টোবরের পর সর্বোচ্চ।
জ্বালানির মূল্যবৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে অচিরেই তেলের দাম ১০০ ডলারে উন্নীত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রেন্ট ক্রুডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও আগের দিনের থেকে ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৪ দশমিক ৮৯ ডলারে উন্নীত হয়।
এ দিকে তেলের দাম বৃদ্ধির এই বৈশ্বিক প্রবণতার মধ্যেই যুক্ত হয়েছে আন্তর্জাতিক ভূ-রাজনীতি। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দ্বন্দ্ব এবং সংযুক্ত আরব আমিরাতে ফুয়েল ট্যাংকারে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা আরও বাড়িয়ে তুলছে তেলের বাজারের অস্থিরতা।
তার ওপর মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক বিস্ফোরণে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ হয়ে যায় ইরাক-তুরস্কের একটি গুরুত্বপূর্ণ পাইপলাইনে। এ পাইপলাইনটি দিয়েই রফতানি হয়ে থাকে বিশ্ববাজারে ইরাকের অপরিশোধিত তেলের এক চতুর্থাংশ।
অপরদিকে চাহিদা বেড়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা অনুযায়ী তেল উৎপাদনে হিমশিম খাওয়ার কথা জানিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক।